মৃতের জন্য মর্সিয়া-ক্রন্দন, গাল-বুক চাপড়ানো, কাপড় ছেঁড়া হারাম

0
684

আব্দুল্লাহ্ ইবনে মাস’উদ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যে ব্যক্তি গাল চাপড়ায়, বুকের কাপড় ছেঁড়ে এবং জাহেলী যুগের রীতি অনুযায়ী চিৎকার করে সে আমাদের দলভুক্ত নয়।” [মুত্তাফাকুন ‘আলাইহি, বুখারী: ১২৯৪, মুসলিম: ১০৩]