আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: কেয়ামতের দিন লোকদেরকে তিনটি দলে বিভক্ত করে একত্রিত করা হবে। (প্রথম দল- আল্লাহর রহমতের) আশাবাদী এবং (তাঁর আযাবের) ভয়ে ভীত। (দ্বিতীয় দল-সেসব লোক) যাদের দু’জন থাকবে এক উটের উপর, কোন উটের উপর তিনজন, কোনটির উপর চারজন, আর কোনটির উপর সওয়ার হবে দশ জন। (তৃতীয় দল হবে) অবশিষ্টরা, আগুন যাদেরকে তাড়িয়ে নিয়ে যাবে। তারা যেখানে শয়ন করবে আগুনও তাদের সাথে থাকবে, তারা যেখানে রাত্রি যাপন করবে আগুন তাদের সাথে রাত কাটাবে, যেখানে তাদের সকাল হবে আগুন তাদের সাথে থাকবে, আর যেখানে তাদের সন্ধ্যা হবে একই সাথে আগুনও তাদের সাথে সাথে থাকবে।” [বুখারী: ৬৫২২]
সর্বশেষ নিবন্ধ
১) সূরা আল ফাতিহা ( মক্কায় অবতীর্ণ ), আয়াত সংখ্যা ৭
পবিত্র কোরাআনের প্রথম সূরা আল ফাতিহা ( মক্কায় অবতীর্ণ ), আয়াত সংখ্যা ৭, পারা ১, রুকু সংখ্যা ১, সিজদাহ্র সংখ্যা ০, শব্দের সংখ্যা ২৯,...
হাম্দ ও না’ত
Allah hu aalah hu https://cdn.emedia.team/ourholyquran.com/audio/gazal/ALLAH-HU-AALAH-HU.mp3 Allah ke je paite chai https://cdn.emedia.team/ourholyquran.com/audio/gazal/Allah-ke-Je-Paite-Chai.mp3 Ai shai gor https://cdn.emedia.team/ourholyquran.com/audio/gazal/ai-shai-gor.mp3 Allah rasul joper gune https://cdn.emedia.team/ourholyquran.com/audio/gazal/Allah-Rasul-Joper-Gune.mp3 Allahu allahu tumi jalla...