১১১) সূরা লাহাব ( মক্কায় অবতীর্ণ ), আয়াত সংখাঃ ৫

0
1355

কোরআন তেলাওয়াত

আবদুল বাসিত মুহাম্মাদ আবদুস সামাদ
আবদুর রহমান আল-সুদাইস
মিশারি রশিদ আল-আফাসি


বাংলা অনুবাদ

তাফসীরে মারেফুল কোরআন – মাওলানা মুফতি মুহাম্মদ শফি (রঃ), অনুবাদঃ মাওলানা মুহিউদ্দিন খান


তাফসীর


Tafsir Maariful Quran (তাফসীরে মারেফুল কোরআন)
Download: https://cdn.emedia.team/ourholyquran.com/pdf/marefulquran/111.pdf


 
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ  
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।  
 
تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ

01

আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে,  
 
مَا أَغْنَى عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ

02

কোন কাজে আসেনি তার ধন-সম্পদ ও যা সে উপার্জন করেছে।  
 
سَيَصْلَى نَارًا ذَاتَ لَهَبٍ

03

সত্বরই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে  
 
وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ

04

এবং তার স্ত্রীও-যে ইন্ধন বহন করে,  
 
فِي جِيدِهَا حَبْلٌ مِّن مَّسَدٍ

05

তার গলদেশে খর্জুরের রশি নিয়ে।